কবিতা
...বিজয়...
বিজয়ের গান-গায়ছে দেখ,
নবীন-প্রবীন কত লোকে কত।
আমার কন্ঠে শুধুই বাজে-''জয় বাংলা জয় বাংলা ''।
''চল চল চল,উর্ধেগগনে বাজে মাদল''-
অস্র নিয়ে সবাই চল,
যুদ্ধে যাবো আবার চল- '' চল চল চল''।
''মোরা একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি''-
বাংলা মাকে বুকে আঁকড়ে ধরে মরতে পারি।
''এক নদী রক্ত পেরিয়ে ''- জয় ছিনিয়ে এনেছি বিজয়ে,
পাকবাহিনী কোথায় আছিস লুকিয়ে,
তোরা দেখ, তোরা দেখ, তোরা দেখ তাকিয়ে ।
কত মায়ের ইজ্জত,
কত শহীদের রক্তে ঝরিয়ে,
স্বাধীনতা এনেছি বাংলার মাটিতে,
বিজয় গান গায়বো বলে।
পদ্মা- মেঘনা,যমুনা,
ধন-ধান্য,পুষ্পে ভরা,
মায়ের ছোট্ট সোনার গাঁ,
মোরা কারো হতে দিবো না।
''চল চল চল, উর্ধগগনে বাজে মাদল''-
অস্ত্র নিয়ে সবাই চল,
যুদ্ধে যাবো আবার চল,- ''চল চল চল''।
বিজয়ের গান গায়ছে দেখ,
নবীন- প্রবীন কত লোকে কত।
আমার কন্ঠে শুধুই বাজে-
'' আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি ''
লেখিকা ঃ
জান্নাত শিলা লনি

abid1234
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Piash Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?
Piash Islam
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?