এই মেয়ে এত বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নি? !! রাজপুত্রের অপেক্ষায় বসে আছ নাকি?
-ওমা! ডিভোর্স হয়ে গেছে? কিভাবে হল? আবার বিয়ে করছ না কেন!!??
- আহারে, জামাই মারা গেছে? কিভাবে চলবে এখন? আবার বিয়ে করছ না কেন!!?? :O
-এত বছর হয়েছে বিয়ের, এখনো বাচ্চা হয় নি কেন?!!!
- মাত্র একটা বাচ্চা আপনার, আরেকটা হচ্ছে না কেন?
- ছেলে নাই? ছেলে বাচ্চার জন্য ট্রাই করছেন না কেন?
-বাচ্চা ফেলে চাকরি করেন কেন??
-এত পড়াশোনা করে বসে আছেন কেন? চাকরি করছেন না কেন?!
-বাহ! আপনি বউ কে চাকরি করতে দেন? কেন নিজের কামাইতে চলে না?
-আরে আপনার বউ কিছু করে না!! আপনি নিশ্চয় করতে দেন না!!
এরকম হাজারো প্রশ্ন সমাজের লোকজন করতেই থাকে। মোটা হলে জিজ্ঞেস করে এত খাও কেন? শুকনা হলে বলে খাওনা কেন? ইত্যাদি ইত্যাদি। সমাজ তো আসলে কোন আলাদা স্বত্বা নয়, আমাদেরকে মিলেই তৈরি হয়!
মূল সমস্যা হল, অন্যের 'প্রাইভেসি' কে বা 'পারসোনাল লাইফ' কে যে সম্মান করতে হয়, সেটাই আমরা ভুলে গেছি!