Knowledge
Knowledge

Knowledge

@Knowledge
4 years ago ·Translate

আমি জানি তুমি আছো।
আমি জানি তুমি দেখছো আমার অশ্রুবিন্দু।
আমি জানি তুমি শুনছো আমার প্রার্থনা।
তোমার কাছে আমার চাওয়া একটাই....
শক্ত রাখো আমার বিশ্বাস যাতে আমি জীবনের সব সমস্যার মোকাবেলায় হতে পারি ধৈর্যশীল।
I love you my Lord. My Allah.
Please keep me safe ....Ameen

4 years ago ·Translate

কোনো সমস্যার গুরুতর পরিণতি ভেবে ভেঙ্গে পড়া বোকামি। মনে রেখো বিদুৎ চমকানো মানেই বজ্রপাত নয়।

4 years ago ·Translate

এই মেয়ে এত বয়স হয়েছে, এখনো বিয়ে হয় নি? !! রাজপুত্রের অপেক্ষায় বসে আছ নাকি?
-ওমা! ডিভোর্স হয়ে গেছে? কিভাবে হল? আবার বিয়ে করছ না কেন!!??
- আহারে, জামাই মারা গেছে? কিভাবে চলবে এখন? আবার বিয়ে করছ না কেন!!?? :O
-এত বছর হয়েছে বিয়ের, এখনো বাচ্চা হয় নি কেন?!!!
- মাত্র একটা বাচ্চা আপনার, আরেকটা হচ্ছে না কেন?
- ছেলে নাই? ছেলে বাচ্চার জন্য ট্রাই করছেন না কেন?
-বাচ্চা ফেলে চাকরি করেন কেন??
-এত পড়াশোনা করে বসে আছেন কেন? চাকরি করছেন না কেন?!
-বাহ! আপনি বউ কে চাকরি করতে দেন? কেন নিজের কামাইতে চলে না?
-আরে আপনার বউ কিছু করে না!! আপনি নিশ্চয় করতে দেন না!!
এরকম হাজারো প্রশ্ন সমাজের লোকজন করতেই থাকে। মোটা হলে জিজ্ঞেস করে এত খাও কেন? শুকনা হলে বলে খাওনা কেন? ইত্যাদি ইত্যাদি। সমাজ তো আসলে কোন আলাদা স্বত্বা নয়, আমাদেরকে মিলেই তৈরি হয়!
মূল সমস্যা হল, অন্যের 'প্রাইভেসি' কে বা 'পারসোনাল লাইফ' কে যে সম্মান করতে হয়, সেটাই আমরা ভুলে গেছি!

4 years ago ·Translate

যতো বেশী নাই নাই করবে গতকালের চেয়ে আগামীকাল আরো বেশী শূন্য হয়ে পড়বে। যে ব্যাক্তি বতমান নিয়ে সন্তুষ্ট থাকে অবশ্যই সে সৃষ্টিকর্তার দ্বারা পুরস্কৃত হয়।

4 years ago ·Translate

মাত্র ১ ঘন্টায় একটি বিশাল গাছ কেটে ফেলা সম্ভব। কিন্তু ১ঘন্টায় বীজ থেকে চারা অসম্ভব
অতএব...
ভালবাসো সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টিকে।
ঘৃণাই হোক ধ্বংসকারীর প্রকৃত পুরস্কার