নিচের লিঙ্ক থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কুইজে অংশগ্রহণ করে জিতে নিন স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার!
https://master.kodbel.com/quiz..../2/mjf-2/4d42c909-90
নিচের লিঙ্ক থেকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং কুইজে অংশগ্রহণ করে জিতে নিন স্মার্টফোনসহ আকর্ষণীয় পুরস্কার!
https://master.kodbel.com/quiz..../2/mjf-2/4d42c909-90
‘মিলিমিশি’ সুন্দর একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সোসাল নেটওয়ার্কিং এর সাথে সাথে জ্ঞান-বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষাসহ অনেক বিষয় নিয়ে এটি সমৃদ্ধ হচ্ছে, সকলে ফ্রি জয়েন করে নিজেকে আপডেট রাখুন। জয়েন লিংকঃ https://www.milimishi.com/login.php?rf=2578
--: বিসমিল্লাহির রাহমানির রাহীম :--
وَيُنَجِّى اللَّهُ الَّذِينَ اتَّقَوْا بِمَفَازَتِهِمْ لَا يَمَسُّهُمُ السُّوٓءُ وَلَا هُمْ يَحْزَنُونَ
অর্থ: আর আল্লাহ মুত্তাকীদেরকে তাদের সাফল্যসহ নাজাত দেবেন। কোন অমঙ্গল তাদেরকে স্পর্শ করবে না। আর তারা চিন্তিতও হবে না।
(সূরা আয-যুমার, আয়াতঃ ৬১)
তাফসীর: مَفَازَةٌ শব্দটি হল 'মাসদার মীমী' (ক্রিয়ামূল)। অর্থাৎ, فَوْزٌ (সাফল্য) হল, অকল্যাণ থেকে বেঁচে যাওয়া এবং কল্যাণ ও সৌভাগ্য লাভ করা। অর্থাৎ, আল্লাহ তাআলা আল্লাহভীরুদেরকে সেই সফলতা ও সৌভাগ্যের কারণে মুক্তি দেবেন, যা পূর্ব থেকেই তাঁর নিকটে তাদের জন্য সাব্যস্ত হয়ে আছে।
তারা দুনিয়াতে যা কিছু ছেড়ে এসেছে, তার জন্য তাদের কোন দুঃখ হবে না। আর যেহেতু তারা কিয়ামতের ভয়াবহতা হতে সুরক্ষিত থাকবে, তাই তারা কোন ব্যাপারে চিন্তিত ও দুঃখিত হবে না।
(তাফসীর আহসানুল বায়ান)