মানুষ মানুষের জন্য
মানুষ মানুষের জন্য

মানুষ মানুষের জন্য

195 Members

ধন্যধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা;
তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা;
ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি তিয়ে ঘেরা;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।

চন্দ্র-সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা!
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে!
তারা পাখির ডাকে ঘুমিয়ে, ওঠে পাখির ডাকে জেগে,
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।

এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়;
কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে।
এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।

পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে-
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।

ভায়ের মায়ের এমন স্নেহ কোথায় গেলে পাবে কেহ?
– ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি-
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে- আমার জন্মভূমি।
Join group : https://eyonaa.com/OurBangladesh

image
image
image
4 years ago ·Translate

সুখে থাকো দুঃখে থাকো,
খবর তো আর রাখো না ।
এখন তো আমায় তুমি ভালো
আর বাসো না ।
যতো ভালোবাসা ছিলো দিয়ে
ছিলাম তোমাকে ।
তবু তুমি কিছুতেই,
বুঝলেনা আমাকে ।

4 years ago ·Translate

আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে ।
কালকে যখন মরে যাবো, রাগ দেখাবা কাকে ?
বিধির বিধান এই রকমি, একদিন তো যাবো মরে,
বুঝবে সেদিন তুমি, ভালবাসতাম শুধু তোমাকে …… !

4 years ago ·Translate

আমি প্রেম কি জানিনা, আমি প্রেম কি বুঝিনা, শুধু ধিকি ধিকি মন যায় জ্বলে !!
কি জানি হায় কোন আগুনে, মরিবো আমি এই ফাগুনে |

4 years ago ·Translate

চোখে আমার ঝর্ণা বহে, মনে দুঃখের গান ।
তোরে যদি না পাই আমি, দিব আমার প্রান ।
শুনতে চাই তোর কথা, ধরতে চাই হাত ।
কেমন করে তোরে ছাড়া, থাকি দিন রাত !