ইতিহাস সৃষ্টির লক্ষ্য সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে বাংলাদেশ ও ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে আজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মাঠে নামবে দুই দল।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের ম্যাচে জিততে পারলেই ইতিহাস গড়বে টাইগাররা। প্রথমবারের মত ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ জিতবে মুশফিক-মাহমুদুল্লাহরা।
ভারত এখন পর্যন্ত নিজেদের মাঠে মাত্র চারটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে।

ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো ভারতকে তাদের মাটিতে হারিয়েছে।
তবে আজকের ম্যাচ ভারী বৃষ্টিপাতের কারণে বাগড়ায় পড়তে পারে।
ভারতের আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজকোট থেকে প্রায় ১০০ কিলোমিটারের কিছু বেশি দূরে গুজরাট উপকূলে বৃহস্পতিবার সকালে সাইক্লোন মাহা আঘাত হানবে। তার প্রভাবে ভারি বর্ষণ হবে রাজকোটেও।
বাংলাদেশ জার্নাল/কেআই