4 years ago ·Translate

দখিনা হাওয়ায় কোনো এক বিকেলে

এসে দাড়ালে দুচোখের আলোতে

আবেগী অনুভূতি হৃদয়ে জড়ো হয়ে..

ভাবছে তোমাকে আরো আপন করে

এতো মায়া তুমি দিলে ছড়িয়ে..

আমার সারা বেলা নিলে তোমার করে

যখন ভেবেছি পাবো পুরোটাই

তোমাকে আমার করে

অসময়ের ঝড়ো হাওয়াতে

ফেলেছি হারিয়ে তোমাকে..

যখন ভেবেছি পাবো পুরোটাই

তোমাকে আমার করে

অসময়ের ঝড়ো হাওয়াতে

ফেলেছি হারিয়ে তোমাকে

কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে

দূরে থেকেও তুমি রবে আমার হয়ে…

ইচ্ছেগুলো সব থমকে গেছে

চাঁদের আলো নিভে

তোমার ছায়া যাচ্ছে সরে

আমাকে শূন্য করে

ইচ্ছেগুলো সব থমকে গেছে..

চাঁদের আলো নিভে

তোমার ছায়া যাচ্ছে সরে

আমাকে শূন্য করে

কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে..

দূরে থেকেও তুমি

রবে আমার হয়ে

কেনো এলে তুমি আলো ছায়ার মাঝে

দূরে থেকেও তুমি

রবে আমার হয়ে