তোমার রহমত আমার উপর রেখো প্রভু
বৃষ্টি শেষে স্নিগ্ধ সকাল
ভালো লাগার বেলা,
চারিদিকে স্বচ্ছ আলো
করছে ধরায় খেলা।
ভালো লাগার এমন বেলা
বুকে রাখি তুলে,
বৃষ্টির হাওয়ায় মনখানি আজ
সুখের তরে দুলে।
ভেজা মাটির ভেজা পথে
আলুথালু হাঁটি,
মন বাড়ালেই এই প্রকৃতি
সোনা রূপার কাঁটি।
কাঁটির ছোঁয়ায় সময়গুলো
প্রজাপতির মত,
স্নিগ্ধতার রেশ হয়েছে আজ
প্রকৃতিতে নত।
উড়ছে যে সুখ শূন্য হাওয়ায়
আমার চোখের সম্মুখ
সুখ ধরতে আজ মুঠোর মাঝে
হয়ে আছি উন্মুখ।
বিষ্ময় জাগা একেকটি দিন
আশা হয়ে আসে,
ক্লান্তি দূরে ভ্রান্তি পিছন
স্বস্তি হাওয়ায় ভাসে।
শোকর গুজার প্রভুর তরে
তাঁরই দয়ায় বাঁচি,
শান্তি নাকে টেনে সুখে
পেখম তুলে নাচি।
তোমার রহমত আমার উপর
রেখো তুমি প্রভু,
পাপ মার্জনা করো - চাচ্ছি
পাপী আমি তবু।
Like
Comment
Md Asraf hossain Suvo
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Jakir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?