নিচেপদ্মে চরক বাণে যুগল মিলন চাঁদচাকোরা
সুর্যেরও সুসঙ্গে কমল কেমনে হয় প্রেমযুগল
জানিস না মন হলি কেবল কামাবেশে মাতোয়ারা।
স্ত্রীলিঙ্গ পুং লিঙ্গ নাহি নাহিরে নপুংসকে সেহি
যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর কি দিব তুলনা তাহার
রসিকজনা জানছে রে বা অরসিকে চমৎকারা।
সামর্থ্যরে পূর্ণ জেনে বসে আছো সেই গুনমানে
যে রতিতে জন্মে মতি সে রতির কেমন আকৃতি
যারে বলে সুধার পতি স্ত্রী লোকের সেই নিহারা।
শোণিত শুক্র চম্পাকলি কোন স্বরূপ কাহারে বলি
ভৃঙ্গরূপের করো নিরূপণ চম্পাকলির অলি যে জন
ভাবেরও সাথে কহে লালন কিসে যাবে তারে ধরা।

--Lalon saiji

image