#শিক্ষা
জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১১ নভেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সব ইউনিটে লিখিত পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট অফিসে আগামী ১১ থেকে ১৪ নভেম্বর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় পরীক্ষার্থীদের এসএসসি, এইচএসসি/ সমমান পরীক্ষার মূল সনদপত্র এবং নম্বরপত্র সঙ্গে আনতে হবে।

সাক্ষাৎকারের পরে ভর্তির জন্য চূড়ান্ত মেধা তালিকা ২০ নভেম্বর প্রকাশ করা হবে। মেধা তালিকা থেকে আগামী ২৪ থেকে ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে ভর্তি সম্পন্ন করা হবে।

এছাড়া ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের জন্য অনলাইনে বিষয়ভিত্তিক পছন্দক্রম ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১১ নভেম্বর
Favicon 
www.jagonews24.com

জাবিতে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু ১১ নভেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর...