সভ্যসাচী [2018]


সভ্যসাচী [Savyasachi] ২১৮ খ্রি. এর একটি তামিল মুভি ।
Genre : Action/romance
A man with no control over his left hand attempts to come to the rescue of his kidnapped niece.
Initial release: November 2, 2018 (India)

.

ফিল্ম দেখাদেখির নেশা পারতপক্ষে গ্রাজুয়েশন এর মাঝের সময়টুকুতেই বিশেষভাবে গড়ে উঠে । দেখতে দেখতে টুকটুাক তামিল থ্রিলার পিল্মগুলোর দিকে ঝুকে পড়ি ।  আই, রাতশশ্মান, এযরা , ই , থাডাম এইসব থ্রিলার দেখার পর অন্যরকম ভালো লাগা শুরু হয় । তেমনই একটি মুভি সভ্যসাচী ।
প্লটের কথা বললে অনেক অসাধারণ । আগে ঘটনার বর্ণনা তারপর ঘটনার প্যাচ খোলা এভাবেই পুরো ঘটনা  টেনে গেছেন । তবে লেখক এখানে ক্লু দেন নাই, নায়ক কে ক্লু ছাড়াই ভিলেনের কথাবার্তা থেকে সে ভিলেন পর্যন্ত পৌছে । নায়ক যেভাবে আধ্যাত্মিক ফ্যাভার পায় তেমনটা পায় নাই ভিলেন । তবে ভিলেনের প্ল্যানগুলো অভিনব ছিলো । নায়ককে তার সাখে দেখা করার জন্য সে যেভাবে প্ল্যান করে সে ঘটনাগুলোই ছিল ফুলমুভির ক্ল্যাইমেক্স । তবে বলতেই হবে কাহিনীর মাঝে গাজাখুরী পার্র্টগুলো মুভির মান কমিয়ে দিয়েছে ।
এবার আশা যাক কুশিলবদের কাছে । ভিলেনের অভিনয় চমৎকার । নায়কের স্ট্যান্ডগুলো গাজাখুরী ছিল । তাছাড়া নায়িকা-নায়কের লাভ এক্সপ্রেশনটা স্মার্র্ট ছিলো ।
হ্যাপি ওযাচিং ।

1076 Views