অপেক্ষা আরো ৩৬৪ দিনের!

এই মানুষ টা কে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি! কারণ উনার কিছু বিষয় আমার ভাল লাগে নি!

এই মানুষ টা কে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি! কারণ উনার কিছু বিষয় আমার ভাল লাগে নি! এই জন্য অনেকে ভাবতো এবং বলতো আমি এই লোকটার হেটার!

কিন্তু তাদের কে কখনো বুঝাতে যাই নি "আইপিএল" এ এই মানুষটার খেলা দেখার জন্য বাড়ির পাশের বাজারে টিভির দোকানে ১০ টাকা ফি দিয়ে ওনার খেলা দেখেছি! ২০১১/১২ এর দিকে বাসায় টিভি ছিলো না! যেদিন সাকিবের খেলা থাকতো বাজারে চলে যেতাম। ৫/১০ টাকা ফি দিয়ে সাকিবের আইপিএল খেলা দেখেছি!
খেলা শেষে রাত ১২ টায় বাসায় ফিরতাম মায়ের বকা খাওয়ার ভয় নিয়ে!
বাড়ি এসে মাকে ডাক দিতাম ভয়ে ভয়ে। এত রাত করে বাড়ি ফেরায় জানি মা চরম বকা দিবে! কত বকা যে খাইছি ঠিক নাই!
তবুও সাকিব খেলা একটাও মিস দেই নাই!

সাকিবের দৃষ্টিকটু অঙ্গভঙ্গির জন্য সাকিবের সমালোচনা করেছি!
কিন্তু ৬ মাস ব্যান হবার পর আর মেনে নিতা পারি নাই!
টেস্ট থেকে বিশ্রাম নেয়াও মেনে নিতে পারি নাই!
দ্বায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হবার পর রাগে বলেছি ধুর বা* খেলে!

এসবের কারণে অনেকেই আমাকে কত বার সাকিব হেটার বানিয়েছে!

কিন্তু সাকিব পৃথিবীর যে লীগে ই খেলেছে সাকিব কত রান করেছে কত উইকেট নিয়েছে সেই খবর সবার আগেই নিয়েছি! সেটা কাউকে বুঝানোর প্রয়োজন মনে করে নাই!

এই মানুষ টা কে কত টা ভালবাসতাম এত দিন বুঝি ই নাই! এই ব্যান হবার পর এখন ফিল করতেছি! না উনার জন্য ভীষণ টান!
ক্রিকেট দেখতে দেখতে রক্তে ই ক্রিকেট মিশে গিয়েছে! আর সেই রক্তে সাকিব ও আছে!

সাকিব কি?
সেটা অনেকে ই এত দিন বুঝে নাই!
ব্যান হবার পর অনেকেই বুঝতেছে। আরো ভাল ভাবে বুঝবেন মাত্র ৩৬৫ দিন সাকিববিহীন কাটিয়ে দেখুন!
না আমি এটা মানি না যে সাকিব ছাড়া বাংলাদেশ আর জিততে পারবে না। অবশ্য ই জিতবে। কিন্তু সাকিব কি ছিলো সেটা জেতার পর ও অনুভব করতে হবে!
এটাই সাকিব!

অপেক্ষা আরো ৩৬৪ দিনের!


Parvez Mia

1 Blog posts

Comments
Mousumi Akter Mou 3 years ago

Nice