জনপ্রিয় বাংলাদেশী সোস্যাল নেটওয়ার্ক - মুখচ্ছবি

https://mukhocchobi.com ওয়েবসাইটের ঠিকানা

বাংলাদেশে যাত্রা শুরু করলো নতুন সোস্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট এবং অ্যাপ মুখচ্ছবি

মুখচ্ছবি-র লক্ষ্য অনলাইনে সুষ্ঠু, সুন্দর এবং শৃঙ্খলা বজায় রেখে একটি পরিচ্ছন্ন পরিবেশ গঠন করা সেই সাথে বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙ্গালীদের একত্রিত করতে শক্তি প্রদান করা।

মুখচ্ছবি জ্ঞান আহরন ও জ্ঞান চর্চার একটি চমৎকার মাধ্যম।

আমাদের এই মহাবিশ্ব খুবই রহস্যময় এক স্থান , যেখানে প্রতিনিয়ত ঘটে চলছে বিচিত্র , অদ্ভুত আর রহস্যময়ী সব ঘটনা সেসব ঘটনা যে জাতি যত বেশি উদ্বঘাটন করতে পেরেছে , জ্ঞান আর উন্নতিতে সে জাতি তত বেশি এগিয়ে আছে । আপনার আঁশে পাশে এমন কিছু ঘটছে যা থেকে আপনি অনেক কিছু শিখেছেন কিন্তু আমি বা অন্যরা তার কিছুই জানিনা, আবার অন্যরা কিংবা আমি এমন কিছু ঘটনার সাক্ষি হয়ে আছি যার কিছুই আপনি জানেন না । আর এমন সব ঘটনা থেকে আমাদের অর্জিত অভিজ্ঞতা গুলি যদি একে অপরের সাথে ভাগ করি তাহলে আমদের দেশ একদিন নাম লিখাবে বিশ্বের সবচেয়ে জ্ঞানী এবং উন্নতশীল দেশের তালিকায়। আর এই পরিকল্পনা বাস্থবায়ন করতে মুখচ্ছবি চালু করেছে বিশাল এক কমিউনিটি প্লাটফর্ম যেখানে ব্লগ , মাইক্রোব্লগ, পোস্ট, স্টেস্টাস, বিজ্ঞাপন , নিউজ ফিড, ভিডিও প্ল্যাটফর্ম কিংবা প্রশ্ন উত্তর প্লাটফর্মের মাধ্যমে আপনি আপনার অভিজ্ঞতা সারা বিশ্বের বাঙালিদের কাছে পৌছে দিতে পারেন , আর অন্যদের শেয়ার করা অভিজ্ঞতা পৌছে যাবে আপনার কাছে মুখচ্ছবি-র মাধ্যমে অতি সহজেই !

সম্পুর্ণ বাংলা ভাষার অ্যাপ এবং ওয়েবসাইট (মুখচ্ছবি)-র বিশেষ গুন হল :- এই একটি মাত্র অ্যাপ অনলাইনে আপনার সকল সোস্যাল চাহিদা মিটাতে সক্ষম হবে, এটিতে রয়েছে অসংখ্য ফিউচার যেমন:- ফটো শেয়ার করা, ভিডিও শেয়ার করা, স্টেস্টাস , পোষ্ট, বার্তা, পোল, অনুভুতি ইত্যাদি শেয়ার করা , ব্লগিং এবং মাইক্রো ব্লগিং করা , পুরনো বন্ধু এবং অত্মীয়দের খুজে পাওয়া, সংক্ষিপ্ত সময়ে বন্ধু এবং অত্মীয়দের খবর পাওয়া, কোন বিশেষ ঘটনা সকলের সাথে সহজে শেয়ার করা, প্রবাশী আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করা

এছাড়াও বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে পরামর্শ নেয়া এবং কাজের অভিজ্ঞতা শেয়ার করার জন্য রয়েছে প্রশ্ন-উত্তর প্লাটফর্ম যেখানে অজানা বিষয়ে জানতে অথবা আপনার জানা বিষয় গুলি অন্যদের জানাতে মুখচ্ছবি আপনাদের সাহায্য করবে। একটি পোস্টারে মুখচ্ছবি সম্পর্কে বলে শেষ করা অসম্ভব , বিস্তারিত জানতে গুগলি প্লে স্টোর থেকে (মাত্র ১.৫ এমবি) মুখচ্ছবি নামক অ্যাপটি ডাউনলোড করুন অথবা ভিজিট করুন www.mukhocchobi.com

ফেসবুকে সর্বশেষ আপডেট পেতে মুখচ্ছবি-র প্রিতিষ্ঠাতা হেলাল উদ্দীন জহির এর অফিসিয়াল ফ্যানপেজে লাইক দিয়ে রাখুন . পেজের ঠিকানা www.facebook.com/helaluddinzahir


Rohim Molla

1 Blog posts

Comments