আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে।!!
জিজ্ঞাসাবাদ চলছে।!!
জীবনের প্রথম মাছ রান্না করেছি।
একে তো মাছের পিস গুলোর বেহাল দশা , তার উপর আঁসটে গন্ধ।!!
ছোট ভাই খেয়ে এখন পর্যন্ত তিন বার বমি করেছে, আব্বু পরিস্থিতি আন্দাজ করতে পেরে না খেয়েই অফিসে চলে গিয়েছে।
ছোট বোন মনির পরীক্ষা চলছে, আম্মুকে বললাম তুমি আপুকে পড়াও আমি এদিকটা সামলে নিচ্ছি।
আম্মু সবকিছু বার বার করে বুঝিয়ে দিয়েও ভরসা পাচ্ছে না।
আমি ওভার কনফিডেন্স দেখিয়ে বললাম,
--- ইয়ে তো মেরে বা হাত কা খেল হ্যা!!
ব্যাস, আমার কথায় শুনে আম্মু নিশ্চিন্তে আমার উপর সব দায়িত্ব দিয়ে দিলো।।
আমার ওভার কনফিডেন্স এর ঠেলায় যে কি পরিণতি হয়েছে, এখন তা হারে হারে টের পাচ্ছি!!
আম্মু আমার উপর চিল্লাপাল্লা করতে করতে হাপিয়ে গিয়েছে।
ছোট বোনটা পরীক্ষার মধ্যে আমার রান্না খেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাই কথা টা একটু বেশিই শুনতে হচ্ছে।
---"" এতো বড় হয়েছে, কোন কাজের হয়নি।
একটা রান্না পর্যন্ত করতে পারেনা!!
পুরাই অকর্মা হয়েছে ছেলেটা।
এতো করে শিখিয়ে দেওয়ার পরও রান্না টা ঠিকঠাক করতে পারলো না।
একে দিয়ে আর কি হবে??!!""
--- তুমি যেভাবে বলেছিলে, আমি তো সেভাবেই রান্না করেছি আম্মু।।
বলে আমি চুপচাপ বকবকানি হজম করতে লাগলাম।।
এক পর্যায়ে শান্ত হয়ে আম্মু জিজ্ঞাসাবাদ শুরু করলো,,
--- আচ্ছা আশিক, রান্নায় মশলা দিয়েছিলি তো?
--- হ্যাঁ, সব দিয়েছি।
--- কিভাবে রান্না করেছিস, বলতো??
সবটা বললাম।
আম্মু যেভাবে বলেছিলো, আমি ঠিক সেভাবেই রান্না করেছি।
---তাহলে তো এরকম হবার কথা নয়,,,!!!
হ্যাঁরে, মাছ গুলো কয়বার ধুয়েছিলি??
আমার মস্তিষ্কে টুং করে একটা বারি পড়লো।
মুখটা অবুঝ শিশুর মত করে বললাম,
--- আমি তো ভেবেছিলাম,
তুমি মাছ ধুয়েই রেখেছো!!!
-- প্রথম রান্না!
-- আশিক
😆😆 কিছু বিরক্তিকর প্রশ্নের উত্তর 😆😆
১> সিনেমা হলে মুভি দেখতে গেলে বন্ধুর সাথে দেখা হলেঃ কিরে !! তুই এইহানে... কি করস ?
আমিঃ আররে ... তুই জানস না ... আমি এইহানে টিকিট ব্ল্যাক করতে আসি 😐
২> বাসেঃ কোন মোটা মহিলা আমার পায়ে পাড়া দিলো ... আহা ! বাবা লাগেনি তো ?
আমিঃ নাহ আন্টি, অনেক মজা পাইছি, আবার করেন তো 😐
৩> যখন বন্ধুর ফোনে মধ্যরাতে ঘুম ভাঙ্গেঃ সরি... দোস্ত ঘুমায় গেছিলি নাকি ?
আমিঃ আররে... নাহ দোস্ত, আমিতো শুইয়া শুইয়া মরার অ্যাক্টিং করতাছিলাম 😐
৪> যখন বন্ধুরা আমাকে ছোট চুলে দেখেঃ আরে দোস্ত, চুল কাটাইছিস নাকি ?
আমিঃ জানিনা দোস্ত, রাতে ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখি চুল মাথার ভিতরে ঢুকে গেছে 😐
৫> যখন কেউ আমার ল্যান্ডফোনে কল করে আর জিজ্ঞাসা করেঃ কই তুই ?
আমিঃ দোস্ত আমি মার্কেটে, আমার বাসার টেলিফোন ও গলায় ঝুলায় আসছি।
চাকরির ইন্টারভিউ
দিতে গেছে বল্টু-
.
প্রশ্নকর্তাঃ একটা প্লেনে
৫০টা ইট আছে,
একটা ইট
ফেলে দিলে থাকে কয়টা?
.
বল্টুঃ এটা তো সোজা।
৪৯টা।
.
প্রশ্নকর্তাঃ আচ্ছা,
একটা ফ্রিজে
হাতি রাখার
তিনটা স্টেপ কী কী?
.
বল্টুঃ ফ্রিজটা খুলুন,
হাতিটা ঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন।
.
প্রশ্নকর্তাঃ একটা ফ্রিজে
একটা হরিণ রাখার
চারটা স্টেপ কী কী?
.
বল্টুঃ ফ্রিজটা খুলুন,
হাতিটা বের করুন,
হরিণটা ঢোকান,
এরপর ফ্রিজের
দরজা বন্ধ করে দিন।
.
প্রশ্নকর্তাঃ বনে সিংহের
আজকে জন্মদিন।
সবাই এসেছে
শুধু একজন ছাড়া।
কে আসেনি
এবং কেন?
.
বল্টুঃ হরিণ আসেনি।
কারণ সে ফ্রিজে।
.
প্রশ্নকর্তাঃ এক বৃদ্ধা
কুমির ভর্তি
একটা খাল
পার হলো
কোনো ক্ষতি ছাড়াই,
কীভাবে?
.
বল্টুঃ কারণ
সব কুমির
সিংহের
জন্মদিনে গিয়েছে।
.
প্রশ্নকর্তাঃ শেষ প্রশ্ন,
তার পরও
বৃদ্ধা মারা গেলেন,
কেন?
.
বল্টুঃ প্লেন থেকে
যে ইটটা
পড়ে গিয়েছিল,
সেটা তার
মাথায় পড়েছিল,
তাই সে মারা গেছে
😲😲😲😲😲
QUAZI ASHRAF UDDIN SADDIQUE
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Tania arfin
Delete Comment
Are you sure that you want to delete this comment ?